বাংলা ড্রিম প্রকল্পের দক্ষ কর্মী ইতালিতে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাত্রা করেছে
বাংলাদেশ বিমানে বাংলা ড্রিম প্রকল্পের লিংকিং অপারেটর ৮ নভেম্বর দক্ষ কর্মী হিসেবে ৬ জন বাংলাদেশি ইতালির রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতালিয়ান কোম্পানীর চাহিদা মোতাবেক ইতালিয়ান শ্রমমন্ত্রণালয়ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত বিদেশ হতে আগত নাগরিকদের স্বদেশে ইতালিয়ান ভাষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক সচেতনতার উপর প্রশিক্ষণ দিয়ে ইতালিয়ান মালিকের চাহিদা অনুসারে কর্মী নিয়োগের প্রকল্প হচ্ছে বাংলা ড্রিম।
১৭ অক্টোবর ২০২৪ ভোর ৪টায় বাংলাদেশ বিমানে বাংলা ড্রিম প্রকল্পের ৪ জন দক্ষকর্মী হিসেবে ইতালিতে প্রথম যাত্রা শুরু করেছিল। যার ধারাবাহিকতায় বাংলা ড্রিম প্রকল্পের ১ম ব্যাচের দ্বিতীয় পর্বের আরো ৬ জন কর্মী ইতালিতে স্বপ্ন পূরণের পথে রওনা দিয়েছে।
ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন দক্ষ জনশক্তি মাধ্যমে ইউরোপে কর্মী প্রেরণের পথ সুগম করতে আমরা ইতিমধ্যেই কর্মসূচি হিসেবে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সাথে ট্রেনিং সেন্টার সমূহে ইতালিয়ান ভাষা ও ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কর্মীদের প্রস্তুত করার কার্যক্রমের প্রস্তাব দিয়েছি। যার প্রেক্ষিতে ৭ নভেম্বর, ২০২৪ প্রস্তাবটি অনুমোদনের জন্য মহাপরিচালক স্বাক্ষর করেছেন। যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের পর চূক্তি টি বাস্তবায়িত হবে। আশা করছি চলতি মাসেই চূক্তিটি বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে, যা সুফল হিসেব আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ১০ লক্ষ বাংলাদেশী কর্মীকে ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইউরোপীয় শ্রমবাজারে ব্যাপক কর্মসংস্থানে ইতালবাংলার বাংলা ড্রিম ও বাংলা লুকস প্রকল্প সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে।