বিদেশহাইলাইটস

জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান বন্ধের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু যার বাবা মা কেউই মার্কিন নাগরিক বা দেশের স্থায়ী বাসিন্দা নয় তাকে নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচনা করা হবে না যদি দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

প্রস্তাবিত নির্বাহী আদেশের একটি খসড়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্সের অফিসিয়াল প্রচারণার ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হবে ভবিষ্যতে শিশুদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য তার বাবা মায়ের মধ্যে কমপক্ষে একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই এ নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে শিশুর বাবা মার মধ্যে কমপক্ষে একজনকে গ্রিন কার্ডধারী হতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button