দেশহাইলাইটস

সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্তায় তারেক রহমানের নিন্দা

তারেক রহমানঅন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে ড. আসিফের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীদের আওয়ামী দুষ্কৃতকারী উল্লেখ করে বলেন বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। এ ধরনের আচরণ ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ। এ ধরনের ঘটনা দেশে বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে বিবৃতিতে তারেক রহমান বলেন গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দুঃশাসনেরই অভিব্যক্তি।

তারেক রহমান আরো জানান পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লুটপাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছে। এরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়।পরিশেষে বলেন আমি ড. আসিফ নজরুলের ওপর ফ্যাসিস্ট দোসরদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এমন আরো সংবাদ

Back to top button