প্রযুক্তি

ভিভো ভি৪০ লাইট প্রিমিয়াম, শক্তিশালী এবং নির্ভরযোগ্য স্মার্টফোন

ভিভো ভি৪০ লাইট
ভিভো ভি৪০ লাইট

প্রিমিয়াম ডিজাইন, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং এআই ফটোগ্রাফি ফিচার নিয়ে এলো ভিভোর নতুন স্মার্টফোন ভি৪০ লাইট। টাইটানিয়াম সিলভার ও এমারেল্ড গ্রিন এই দুটি প্রিমিয়াম রঙে মিলবে স্মার্টফোনটি। রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ক্যামেরায় এআই অরা লাইট পোর্ট্রেট, এআই ইরেজার, ৩০০ শতাংশ অডিও বুস্টারের সাথে ডুয়েল অডিও স্পিকার থাকছে ভিভো ভি৪০ লাইটে।

ভিভো ভি৪০ লাইট প্রি-অর্ডার চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রি-অর্ডার করলে উপহার হিসেবে থাকছে রিরো ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন এল১৫ টিডব্লিউএস ও পোস্ট কার্ড।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ ও ২৪০০x১০৮০ রেজুলেশন ও ৩৯৪ পিপিআই। মাত্র ৭.৭৯ মিলিমিটার পাতলা ও ১৮৮ গ্রাম ওজনের হালকা ডিভাইসটি স্লিম, ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি কনফোর্টেবল গ্রিপ দেয়।

ভিভো ভি৪০ লাইটের ফ্রন্টে থাকছে ২.৪৫ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পেছনের ডুয়াল ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা।

দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি। একটি ৮জিবি র‍্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‍্যাম+ ১২৮জিবি স্টোরেজের। এর দাম পড়বে ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র‍্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‍্যাম+ ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১,৯৯৯ টাকা।

এমন আরো সংবাদ

Back to top button