উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণ না হলে রাজধানী ঢাকা কয়েক বছরের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে বলে জানিয়ছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে বিশ্ব নগর দিবস উপলক্ষ্যে এক যুব সংলাপে এ তথ্য জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সেন্টার ফর এটমোসফেয়ার পলিউশন স্টাডিস-ক্যাপস আয়োজিত সংলাপে রাজধানীর বিভিন্ন এলাকার শতাধিক যুবক-শিশু অংশ নেন।
নগর সংকট কেন্দ্রীক তাদের জিজ্ঞাসার উত্তর দেন খ্যাতিমান নগরবিদ স্থপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহিদুল ইসলাম, ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব সহ বিশেষজ্ঞরা।
তারা জানান, ঢাকা বিশ্বের সপ্তম ঘনবসতিপূর্ণ মহানগরী। এ শহরের প্রতি বর্গ কিলোমিটারে ২৩ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন। পরিকল্পিতভাবে কাজে লাগালে এই মানুষেরাই নগর উন্নয়নের শক্তিতে পরিণত হবে। সুন্দর নগরী করতে সবাইকে আইন মেনে চলার আহ্বানও জানান তারা।