দেশহাইলাইটস

ঢাকা বিশ্বের ৭ম ঘনবসতিপূর্ন মহানগরী

ক্রমেই বসবাসের অযোগ্য হচ্ছে

Karamot Ullah Biplob Current Affairs Editor ATN BANGLAউন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণ না হলে রাজধানী ঢাকা কয়েক বছরের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে বলে জানিয়ছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে বিশ্ব নগর দিবস উপলক্ষ্যে এক যুব সংলাপে এ তথ্য জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সেন্টার ফর এটমোসফেয়ার পলিউশন স্টাডিস-ক্যাপস আয়োজিত সংলাপে রাজধানীর বিভিন্ন এলাকার শতাধিক যুবক-শিশু অংশ নেন।

Karamot Ullah Biplob Current Affairs Editor ATN BANGLAনগর সংকট কেন্দ্রীক তাদের  জিজ্ঞাসার উত্তর দেন খ্যাতিমান নগরবিদ স্থপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহিদুল ইসলাম, ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব সহ বিশেষজ্ঞরা।

Karamot Ullah Biplob Current Affairs Editor ATN BANGLAতারা জানান,  ঢাকা বিশ্বের সপ্তম ঘনবসতিপূর্ণ মহানগরী। এ শহরের প্রতি বর্গ কিলোমিটারে ২৩ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন। পরিকল্পিতভাবে কাজে লাগালে এই মানুষেরাই নগর উন্নয়নের শক্তিতে পরিণত হবে। সুন্দর নগরী করতে সবাইকে আইন মেনে  চলার আহ্বানও জানান তারা।

এমন আরো সংবাদ

Back to top button