জেলার খবর

বগুড়ার আদমদীঘির সান্তাহারে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুদান প্রদান 

বগুড়ার আদমদীঘি সান্তাহারবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা বেবী ট্যাক্সী অটো টেম্পু ও সি,এন,জি শ্রমিক ইউনিয়নের ১৪ জন সদস্যকে মেয়ের বিবাহ (কন্যা অনুদান) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অত্র সংগঠনের আহ্বায়ক  আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রমিক সংগঠনের ১৪ জন সদস্যদের মাঝে মেয়ের বিবাহ (কন্যা অনুদান) প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

এমন আরো সংবাদ

Back to top button