জেলার খবর
নীলফামারীর কিশোরগঞ্জে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পে করলেন যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা যুবদল ভিন্নমাত্রার কর্মসূচি গ্ৰহণ করেছে। তারা রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ২৮ অক্টোবর স্থানীয় স্টেডিয়াম মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা প্রদান ও রক্তদান কর্মসূচি করেন উপজেলা যুবদল।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক তারিক আজিজ ও অন্যা্ন্য বিএনপি নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।