সবার আগে নিশ্চিত হয় সিনিয়র সহ সভাপতি পদ। প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই চেয়ারে বসেছেন ইমরুল হাসান। নির্বাচনের দিন ভোট গণনা শেষ হবার কিচ্ছুক্ষণ বাদেই নাম ঘোষণা হলো সভাপতির। মিজানুর রহমানকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। ১২৮টি ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫টি ভোট। নতুন সভাপতির অধীনে পুরো কমেটি কেমন হয় সেটা নিয়ে ছিল চরম উত্তেজনা। শনিবার দিনভর আনন্দমুখর ভোটের পর রাতে একে একে জানা গেল সহ সভাপতি ও সদস্যদের নাম।
বাফুফের নির্বাচনে সাবেক দুই তারকা ফুটবলার আশা জাগিয়েও বসতে পারেননি সহ সভাপতির চেয়ারে। হেভিওয়েট দুই প্রার্থী সাবেক দুই ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক দুজনই হেরে গেছেন। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম।
মোট ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে দিয়েছেন ১২৮ জন। তাতে, ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী। তিনি অবশ্য রেকর্ডও গড়েছেন। জাহেদীর আগে বাফুফে সহ-সভাপতি নির্বাচনে এর আগে কেউ ১০০ ভোট পাননি।
সবার শেষে জানা যায় নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী ফলাফল। এই পদের লড়াইয়ে
সর্বোচ্চ ৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।
সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও অংশ নিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়েছেন এবারও। ৮১টি ভোট পেয়ে এবারও বাফুফেতে থাকছেন কিরণ। এ ছাড়াও বিদায়ী কমেটি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম,
টিপু সুলতান, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও বিজন বড়ুয়া।
২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমেটি। এক নজরে দেখে নিন তাবিথ আউয়ালের অধীনে কেমন হলো বাফুফের নতুন নির্বাহী কমেটি:
সভাপতি: তাবিথ আউয়াল।
সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান।
সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ।
সদস্য: ইকবাল হোসেন, আমিরুল ইসলাম, গোলাম গাউস, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, মনজুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, কামরুল হাসান হিল্টন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া, বিজন বড়ুয়া, মোহাম্মদ এখলাছউদ্দীন, সাইফুর রহমান মনি।