জেলার খবর

বগুড়ায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

গ্রামীণ নারী দিবস পালনগ্রামীণ নারীর অবদান সবার আগে এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর মানব উন্নয়ন যুব সংস্থা বগুড়ার আয়োজনে এবং এমলআরডির সহযোগিতায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে । অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোছাঃ নিলুফা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বগুড়া সদরের ইসমত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিক রেজা, ,এনজিও প্রতিনিধি ও গ্রামের সাধারণ কৃষক, নারী পুরুষ এবং অন্যান্য জন সাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রামাঞ্চলের গ্রামীণ নারীদের উদ্দেশ্য বলেন যে গ্রামীণ নারীরা সবার জন্য পুষ্টিকর খাদ্য চাষ করেন এবং সবার জন্য পুষ্টির চাহিদা পুরনের লক্ষ্যে উৎপাদনে সবচেয়ে বড় অবদান রাখেন। যার কারনে নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে নারী অধিকার, নারীর অর্থনৈতিক সামাজিক ক্ষমতায়নে ভূমি অধিকার প্রতিষ্ঠা, নারীর ভূমি ও কৃষি অধিকার প্রতিষ্ঠায় ,নারীর মজুরী বৈষম্য দুরিকরন, এবং মর্যাদা দেয়ার জন্য স্থানীয় আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করার কথা ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button