জলবায়ু পরিবর্তনহাইলাইটস
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ন্যায্যতা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান
জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশের দাবি ন্যায্যভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। সেন্টার ফর এটমোসফেয়ার পলিউশন স্টাডিজ-ক্যাপস ও ২৬টি সংগঠন আয়োজিত এক মেনটরিং সভায় একথা বলেন তারা।
রাজধানীর বেইলি রোডের প্রেস ইন্সষ্টিটিউট মিলনায়তনে দিনব্যপী এ কর্মশালায় অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যান ট্রাষ্টের এমডি এম আবদুল্লাহ, ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের এক্সকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব।
বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ টুয়েন্টি নাইন সামনে রেখে এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র দেয়া হয়।