জলবায়ু পরিবর্তনহাইলাইটস

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ন্যায্যতা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান

জাতিসংঘ জলবায়ু সম্মেলনজলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশের দাবি ন্যায্যভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। সেন্টার ফর এটমোসফেয়ার পলিউশন স্টাডিজ-ক্যাপস ও ২৬টি সংগঠন আয়োজিত এক মেনটরিং সভায় একথা বলেন তারা।

রাজধানীর বেইলি রোডের প্রেস ইন্সষ্টিটিউট মিলনায়তনে দিনব্যপী এ কর্মশালায় অতিথি ছিলেন  পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যান ট্রাষ্টের এমডি এম আবদুল্লাহ, ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের এক্সকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব।

জাতিসংঘ জলবায়ু সম্মেলনবিশ্ব জলবায়ু সম্মেলন-কপ টুয়েন্টি নাইন সামনে রেখে এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র দেয়া হয়।

এমন আরো সংবাদ

Back to top button