প্রযুক্তি

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস থাকছে এআইসহ নতুন সব ফিচার

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে আনা প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের অক্সিজেন ১৫ ওএস

অক্সিজেন ওএস ১৫  বৈশ্বিক টেক কোম্পানি ওয়ানপ্লাস তার সর্বাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম  অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে। আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ওয়ানপ্লাসের সকল অফিশিয়াল চ্যানেল থেকে অনলাইন ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের ১৫ অপারেটিং সিস্টেমটি। নতুন ওএসটিতে ওয়ানপ্লাস তাদের নিরলস গবেষণা ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। এই অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাসের স্পিরিট নেভার সেটেল এর প্রতিফলন পাওয়া যাবে।

এছাড়া অক্সিজেন ওএস ১৫ এর ডিজাইনে একটি সতেজ ও নতুন ভিজুয়াল স্টাইল এনেছে যা ব্র্যান্ডটির স্বাতন্ত্র্য বজায় রেখে ব্যবহারকারীদের আনন্দময়য় ও নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা দেবে।

এমন আরো সংবাদ

Back to top button