জেলার খবর
বগুড়ার সঙ্গিত প্রশিক্ষক আব্দুর রব চিরনিন্দ্রায়
বগুড়ার সঙ্গিত প্রশিক্ষক আব্দুর রব এর ইন্তেকাল
বগুড়ার অন্যতম সঙ্গিত প্রশিক্ষক ও কণ্ঠল্পী মো: আব্দুর রব তালুকদার (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সুত্রে জানানো হয়েছে বগুড়া শহরের মালতীনগর হাইস্কুল রোডের নিজ বাসায় তিনি মস্তিকের রক্তক্ষরনে মারা যান। বাদ মাগরিব নামাজে জানাযা শেষে দক্ষিন বগুড়া ভাইপাগলা মাজারে তাকে দাফন করা হয়।