দেশহাইলাইটস

বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বুধবার পর্যন্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে আগামীকাল সন্ধ্যার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর আজ থেকে বুধবার পর্যন্ত চারদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সামান্য কমতে পারে রাতে। পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামীকালও। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন।

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপের প্রভাব ভারতের তামিলনাড়ু এলাকার ওপর বেশি থাকলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।

এমন আরো সংবাদ

Back to top button