জেলার খবর

কিশোরগঞ্জে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

কিশোরগঞ্জে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতদ্রব্যের বাজার দর যাচাইয়ে বাজার মনটিরিং করেছে কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমশিনার মঈন খান এলিস। এসময় তিনি দ্রব্যের দাম বেশি নেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন ব্যবসায়ীর জরিমানাও করেন।

১৬ অক্টোবর রাতে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর প্রধান বাজারে দ্রব্যমূল্য যাচাই করতে মনিটরিংয়ে যান। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীর ৫ শত টাকা অপর দিকে ডিমের দাম বেশি নেয়া ও হিসাব নারা রাখার দায়ে দুই ব্যবসায়ীর ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরমিানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দনে।

এ সময় অফিসারকে ক্রেতারা বলেন আমাদের কাছে ব্যবসায়ীরা প্রায় সকল কিছুতে বেশী টাকা নিচ্ছে এবং  আমরা চাই সরকারের প্রতিনিধিরা যেন নিয়মিত বাজার মনিটরিং করে।

এমন আরো সংবাদ

Back to top button