ইতালিয়ান কোম্পানীর চাহিদা মোতাবেক ও ইতালিয়ান শ্রমমন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ইতালিয়ান ভাষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক সচেতনতার উপর প্রশিক্ষণ দিয়ে ইতালিয়ান মালিকের চাহিদা অনুসারে কর্মী নিয়োগের প্রকল্প হচ্ছে বাংলা ড্রিম। ১৭ অক্টোবর ভোরবেলা বাংলাদেশ বিমানে বাংলা ড্রিম প্রকল্পের চার জন লিংকিং অপারেটর কিশোরগঞ্জের রুবেল মিয়া, ময়মনসিংহের রাজিব মিয়া ও মনির হোসেন, পঞ্চগড়ের মাহিদুর রহমান চার জন দক্ষকর্মী হিসেবে ইতালিতে প্রথম যাত্রা শুরু করলো।
ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন দক্ষ জনশক্তি মাধ্যমে ইউরোপে কর্মী প্রেরণের পথ সুগম করতে আমরা বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করার জন্য কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাথে ট্রেনিং সেন্টার সমূহে ইতালিয়ান ভাষা ও ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কর্মীদের প্রস্তুত করার কার্যক্রমের প্রস্তাব জমা দিয়েছি। আশা করছি তা বাস্তবায়ন হলে সুফল হিসেব আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ১০ লক্ষ বাংলাদেশী কর্মীকে ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করা সক্ষম হবে। আমাদের এই সকল কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের তরুণ সমাজের জন্য ইউরোপের বাজারে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।