বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ও একমাত্র ব্রিটিশ পুরুষ সংসদ সদস্যের গল্প
প্রথম বাংলাদেশী স্কটল্যান্ড পার্লামেন্টের সংসদ সদস্য ফয়ছল হোসেন চৌধুরী
ফয়ছল হোসেন চৌধুরী একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি যিনি স্কটল্যান্ড পার্লামেন্টের প্রথম এবং একমাত্র বাংলাদেশী পুরুষ সংসদ সদস্য হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তাঁর এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর জীবন সংগ্রাম, সংগ্রাম এবং অর্জন শুধুমাত্র তাঁকে নয়, বরং সমগ্র প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি অনুপ্রেরণা। ফয়ছল হোসেন চৌধুরীর বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের সন্তান। দাদা মরহুম শামসুল আলম চৌধুরী ও বাবা মরহুম গোলাম রাব্বানী।
ফয়ছল চৌধুরী তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন হবিগঞ্জের পুরান মুন্সেফী এলাকার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর নবম শ্রেণি পর্যন্ত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়াশোনা করে তাঁর পরিবার যুক্তরাজ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তরাজ্যে আসার পর ফয়ছল চৌধুরী স্কটল্যান্ডের এডিনবারা শহরে বসবাস শুরু করেন। পরিবারের সাথে যুক্ত হয়ে প্রথমে পড়াশোনার পাশাপাশি ক্যাটারিং ব্যবসায় হাতেখড়ি নেন।
ফয়ছল হোসেন চৌধুরীর মূলধারার রাজনীতিতে প্রবেশ ২০১৭ সালে। যদিও তিনি সেই সময় নির্বাচিত হতে পারেননি এটি ছিল তাঁর জন্য রাজনীতিতে একটি বড় পদক্ষেপ। তাঁর লক্ষ্যের প্রতিনিষ্ঠা এবং অবিচল থাকায় তিনি ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে লোদীয়ান অঞ্চল থেকে স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এর মাধ্যমে তিনি স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এটি ছিল একটি বড় অর্জন এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ মুহূর্ত। তাঁর এই জয় বাংলাদেশী কমিউনিটিকে বিশ্বমঞ্চে আরো উজ্জ্বল করেছে।