প্রযুক্তি

ইনফিনিক্স নোট ৪০ এস মিডরেঞ্জ বাজেটের সেরা ফ্ল্যাগশিপ ডিভাইস

মুঈন তাজদীদমিডরেঞ্জের স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য করেছে জনপ্রিয় প্রযুক্তি ব্যান্ড ইনফিনিক্স। সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স নোট ৪০ এস এর কার্যকরী সব ফিচার সে সত্যতা প্রমাণের পাশাপাশি ব্র্যান্ডটিকে আরো সামনে নিয়ে গেছে। নতুন এই ডিভাইস ব্যবহারকারীদের দিচ্ছে স্মুদ অভিজ্ঞতা।

ইনফিনিক্স নোট ৪০এস ডিভাইসের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ডিভাইসটির ২৪৩৬x১০৮০ রেজ্যুলেশন পিক্সেলের সাথে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনটিতে আরো রয়েছে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের অল রাউন্ড ফাস্টচার্জার। ডিভাইসটির ক্যামেরায় হিসাবে ১০৮ মেগাপিক্সেলের পেছন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সামন ক্যামেরা যা দিয়ে নিখুঁত ও উজ্জ্বল সেলফি নিশ্চিত করে। পারফরম্যান্সের ক্ষেত্রে ডিভাইসটি রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

মিডরেঞ্জ ডিভাইস ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইনফিনিক্স নোট ৪০ এস বাজারে এসেছে। পারফরম্যান্স, ডিসপ্লে, গুণমান এবং ব্যাটারি লাইফ সবমিলে এটি একটা শক্তিশালী ডিভাইস।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button