প্রবাসহাইলাইটস

হয়রানির শিকার ১ লাখ ১০ হাজার ইতালির ভিসা প্রত্যাশী

ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্টের দাবিতে সংবাদ সম্মেলন

Italy Probashiনানান জটিলতায় একবছর ধরে হয়রানির শিকার হচ্ছেন ১ লাখ ৪০ হাজার ইতালির ভিসা প্রত্যাশী।  এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া, ভিসা ডেলিভারিতে দীর্ঘসূত্রতা, দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানি এবং ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে তাদের।  এ অবস্থায় দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বাংলাদেশ ও ইতালি সরকারের জোর হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।

আজ রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম, ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব কথা বলেন।

তারা বলেন, ইতালিতে কাজের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অভিবাসী কর্মীরা দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ মাস অপেক্ষার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না।  বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা বেকার অবস্থায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা আরও বলেন, আমরা বৈধ পথে শ্রমিক হিসেবে ইতালি গিয়ে আমাদের শ্রম শক্তির সর্বোচ্চটুকু দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই।

বক্তব্য রাখেন ইতালবাংলা সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান।  বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে বিএমডিএফ ও ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সদস্যরা এবং ইতালির ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। ইতালি গমনেচ্ছু ভিসা প্রত্যাশীদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন মো. রিগ্যান।

এমন আরো সংবাদ

Back to top button