রংপুর পীরগঞ্জে শহীদ আবু সাঈদ সম্পর্কে কটুক্তিকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক ষ্টাটাস প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে পীরগঞ্জ বাসী। গত ৮ অক্টোবর ম্যাজিষ্ট্রেটকে দ্রত গ্রেফতার ও তার শাস্তির দাবীতে শহীদ আবু সাঈদের পরিবার ও জনসাধারনের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন হয়েছে।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, সাংবাদিক আব্দুল করিম সরকার প্রমুখ।
সভায় বক্তরা বলেন গোটা দেশ তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে আবু সাঈদের আত্মত্যাগ অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহণ যোগ্য । এ মানববন্ধন থেকে বক্তরা দ্রত উর্মিকে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন ।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখাও একই দাবীতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও গুলশান মোড়ে প্রতিবাদ সভা করেছে । তারাও উক্ত ম্যাজিট্রেটকে দ্রত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন ।