প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্য বস্তুর মধ্যে মিশরের পিরামিড গুলো অন্যত্তম। পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিডের নাম খুকুর পিরামিড। ১৯৫৪ খ্রিস্টাব্দে মিশরীয় প্রত্নতাত্ত্বিক কামাল আল মালাখ খুফুর পিরামিডের দক্ষিণ পাশে খননকার্য পরিচালনা করে আবিষ্কার করেন ৪৩.৪ মিটার লম্বা একটি নৌকা। খুফুর পিরামিডে প্রাপ্ত এই নৌকাটি বিশ্বের প্রাচীনতম সৌরনৌকা । আর এই নৌকার সংঙ্গে জরিয়ে রয়েছে আশ্চর্য এক রহস্য।
প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মানুষের মৃত্যুর পরেও একটি পৃথক জীবন রয়েছে। মৃত্যু পরবর্তী বিচারের পর সেই পরলৌকিক জগতে মানুষ আশ্রয় পায় সূর্যদেবতা এর কাছে। সূর্যদেবতার কাছে খুফুকে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ নৌকাটিও সমাধিস্থ করা হয়েছিল । সেই কারণেই সৌরনৌকা হিসাবে পরিচিত এই জাহাজ।
গবেষকদের একাংশের মতে এই নৌকা করেই খুফুর মৃতদেহ নিয়ে আসা হয়েছিল পিরামিডে। আবার অনেকের বিশ্বাস এই পিরামিড তৈরির পাথর নিয়ে আসার জন্যই ব্যবহৃত হত এই নৌকা। সেই কারণেই জলের দাগ। এমনকি পাথরের ওজনের ভারসাম্য বজায় রাখতেই একদিকে নৌকার ভার বেশি রেখেছিলেন কারিগররা। আজও অনুসন্ধান চলছে এই রহস্যের। সারে চার হাজার বছরের প্রাচীন এই সৌর নৌকাটি গত বছর পিরামিডের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিশরের নতুন যাদুঘর দ্য গ্র্যান্ড মিউজিয়ামে।