প্রতিমা বিসর্জ্জন মধ্যে দিয়ে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা আজ দেবী দুর্গাকে সিঁদূর দেওয়া পর আরতি, শোভাযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেন। আর ঠিক একইভাবে তুরাগ নদীর ওপারে সাভারের মেলাটেক ও মাঝিরদিয়া কাউনিয়া ইউনিয়নের
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা প্রতিমা বিসর্জ্জন দিলেন।
কাউনিয়া ইউনিয়নের সাধারণ মানুষরা বলছেন গত বছরের তুলনায় এবছর তাদের আনন্দ উদ্দীপনা কম। কারণ দেশের চলমান অবস্থা ভালো না হওয়ায় তাদের এ বছর উৎসব মন মতো হয়নি । তবে তারা আরো জানান এবছর তাদের সবচেয়ে নিরাপত্তার দিয়েছে প্রশাসন।
তবে ভিন্ন চিত্র ফুটে উঠেছে ইশাখাবাদ গ্রামে একটি ২৯ বছর পুরানো মন্দিরে। মন্দিরের কমিটির সদস্য এবং সাধারণ ভক্তরা বলছেন প্রতিমা বিসর্জ্জন দিলে তাদের মন্দিরটি ফাঁকা ফাঁকা লাগে যার কারণে তারা এবার প্রতিমা বিসর্জ্জন দিবেন না। বিসর্জ্জন কবে দিবেন জানতে চাইলে তারা জানান আগামী কালী পূজার পুর্বে তারা তাদের শারদীয় দুর্গা প্রতিমাকে বিসর্জন দিবেন।