দেশ

ঢাকায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

রাজধানীর তীব্র যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন - ছবি ভালো সংবাদ

বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন – ছবি ভালো সংবাদ

গুলিস্তান থেকে চিটাগং রোডসহ সমগ্র ঢাকার জনদুর্ভোগ  যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আযোজিত  মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার যানজট সমস্যা নিরসন করার লক্ষ্যে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কোনো উন্নয়ন সাধন হয়নি। একটি জায়গা থেকে অন্যত্রে যাওয়ার প্রয়োজন হলে যানজটের কারণে ঠিক সময়ে পৌঁছানো সম্ভব হয় না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে। ঢাকার বিভিন্ন স্থানের রাস্তাঘাট মেরামত করতে হবে। সর্বোচ্চ পরিকল্পনার মাধ্যম দিয়ে এর যানজট নিরসনকল্পে এগিয়ে আসতে হবে দায়িত্বশীলদেরকে।

সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল আমিন সোহাগ। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, আলহাজ্ব শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সহ-সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম বলেন বর্তমান রাস্তায় চলাচল সবচেয়ে কঠিন হয়ে পড়েছে  এবং রাস্তায় অবৈধ যানবাহন বৃদ্ধি পেয়েছে।  বিশেষ অতিথি মাওলানা নেছার উদ্দিন বলেন ঢাকার রাস্তার অর্ধেক এখন অসাধু ব্যবসায়ীদের দখলে।  শহরের সাধারণ চাকুরীজীবীদের জীবনের  সবচেয়ে কঠিন সমস্যা অতিরিক্ত যানজট।  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যে কোন সাহায্য সহযোগিতা পাশে থাকার কথা ব্যক্ত করেন।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button