বিদেশহাইলাইটস

কাজ ও ঘুমের ভারসাম্যে শীর্ষে নেদারল্যান্ডস

সবচেয়ে পিছিয়ে তুরস্ক

ইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় এক অনুষ্ঠানে আজ বুধবার (৯ অক্টোবর) রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি জানায়, মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়ার সিদ্ধান্ত জানায়। একাডেমি জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।' নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান। এর পরের পুরস্কার ঘোষণার দিনক্ষণ নিচে দেয়া হলো: ১০ অক্টোবর : এদিন ঘোষণা করা হবে সাহিত্য ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বিকেল ১টা ও বাংলাদেশ সময় বিকেল ৫টায় এ পুরস্কার ঘোষণা করা হবে। ১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে এই দিন। বিজয়ীর নাম ঘোষণা করা হবে স্থানীয় সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে। ১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে এ বছরের নোবেলের শেষ পুরস্কার।সপ্তাহে চার কর্মদিবস নিয়ে কয়েক মাস ধরে ইউরোপে বেশ আলোচনা চলছে। তিনদিন সাপ্তাহিক ছুটির পেছনে একাধিক যুক্তি দিচ্ছে পক্ষগুলো। অনেকেই বলছেন, কর্মঘণ্টা কমে এলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি ঘুমও বাড়বে, যা ওই অঞ্চলের জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। খবর ইউরো নিউজ। বিষয়টি নিয়ে সম্প্রতি গবেষণা করেছে ম্যাট্রেস নেক্সটডে নামের বিছানা নির্মাতা প্রতিষ্ঠান। তারা দেখেছে, যে কর্মীরা সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে চারদিন কাজ করেন, তারা গড়ে প্রতি রাতে ১ ঘণ্টা অতিরিক্ত ঘুমাতে পারেন। ইউরোপীয়রা রাতে গড়ে প্রায় ৭ ঘণ্টা ঘুমান। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য, বাতাসের গুণমান ও দিনের আলোর ওপর নির্ভর করে তাদের ঘুমের পরিমাণ।

৩৬টি ইউরোপীয় দেশ থেকে সংগৃহীত ডাটা বিশ্লেষণ করা হয়েছে গবেষণায়। এতে দেখা যাচ্ছে, কাজ ও ঘুমের মধ্যে ভারসাম্য রক্ষাকারী শীর্ষ দেশ নেদারল্যান্ডস। অন্যদিকে ভারসাম্য নেই এমন দেশের অন্যতম তুরস্ক। এ বিষয়ে ম্যাট্রেস নেক্সটডের সিইও মার্টিন সিলি বলেন, ‘কাজ ও ঘুমের ভারসাম্য উৎপাদনশীল এবং সুস্থ থাকার চাবিকাঠি। ঘুম ত্যাগ করা কাজের জন্য লোভনীয়। কিন্তু বাস্তবতা হলো পর্যাপ্ত বিশ্রাম ছাড়া আমাদের মনোযোগ, সৃজনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।’ তার মতে, মানসম্মত ঘুম জীবনীশক্তি বাড়ায়। এর মাধ্যমে কোনো কাজে সর্বোচ্চ চেষ্টা করা ও চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়। এছাড়া দীর্ঘমেয়াদে সাফল্য ও সুস্থতার জন্য ভালো ঘুম হওয়া অপরিহার্য।

২০১৬ সালে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের করা গবেষণা অনুসারে, ডাচরা দিনে গড়ে ৮ ঘণ্টা ৫ মিনিট ঘুমান। ইউরোপের মধ্যে নেদারল্যান্ডসে কর্মঘণ্টা সবচেয়ে কম, সপ্তাহে গড়ে ৩২ ঘণ্টা ১২ মিনিট। পরামর্শক সংস্থা গ্যালাপের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, এ দুটি কারণে চাকরি সন্তুষ্টি ও আত্মবিশ্বাসের হারে বিশ্বের অন্যতম দেশ নেদারল্যান্ডস। এর আগে রয়েছে ওই অঞ্চলের তিন দেশ ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড। প্রতিবেদন অনুসারে, সন্তুষ্টির কারণে কোম্পানিগুলো কর্মীদের বেশিদিন ধরে রাখতে পারেন। ফলে পুনরায় নিয়োগ ও প্রশিক্ষণের খরচ সাশ্রয় হয়।

গ্যালাপ বলছে, নেদারল্যান্ডসের কর্মীরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম চাপে থাকেন। এর বিপরীতে গ্রিস, মাল্টা ও সাইপ্রাসে চাপ সবচেয়ে বেশি। অবশ্য বাসার বাইরে গিয়ে সকালের কফি পান এবং যতটা সম্ভব দিনের আলোয় কাজের অভ্যাস ডাচদের জীবনযাপনে একটি ছন্দ এনে দিয়েছে বলে জানান বিশ্লেষকরা, যা ভালো ঘুম ও উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

অস্ট্রিয়ায়ও কাজের-ঘুমের ভারসাম্য উচ্চ মানের, যেখানে কর্মীরা সপ্তাহে গড়ে ৩৩ ঘণ্টা ৩৬ মিনিট কাজ করেন। মেডইউনি ভিয়েনের মতে, অস্ট্রিয়ানরা গড়ে ৭-৮ ঘণ্টা ঘুমান। দেশটিতে শুধু কর্মসপ্তাহ অপেক্ষাকৃত কমই নয়, ওভারটাইমও যথেষ্ট সীমিত। দৃঢ় সরকারি নীতি ও শ্রম আইন এবং কর্মঘণ্টা কমিয়ে আনা বা ভাগাভাগির সুযোগ রয়েছে এখানে। নরওয়েতে একজন কর্মী সপ্তাহে গড়ে ৩৩ ঘণ্টা ৫৪ মিনিট কাজ করেন। দেশটির বাসিন্দারা খোলা আবহাওয়ায় সময় কাটানো, স্কিইং, হাইকিং ও কায়াকিংয়ের মতো বিনোদনকে প্রাধান্য দেন।

ইউরোপে কাজ ও ঘুমের মধ্যে ভারসাম্যহীনতার উদাহরণ তুরস্ক, সার্বিয়া ও মন্টেনিগ্রো। তুরস্কের কর্মীরা ইউরোপে সবচেয়ে বেশি ঘণ্টা কাজ করে, এর সাপ্তাহিক গড় ৪৪ ঘণ্টা ১২ মিনিট। এ কারণে যথেষ্ট বিশ্রাম ও শিথিল সময়ের অভাবে ভোগেন তারা। দ্বিতীয় দীর্ঘতম কর্মসপ্তাহ মন্টেনিগ্রোতে, এখানকার বাসিন্দাদের গড়ে ৪৩ ঘণ্টা ২৪ মিনিট কাজ করেন। এর পেছনে রয়েছে বলকান অঞ্চলের নিজস্ব কর্মসংস্কৃতি, যেখানে জ্যেষ্ঠতা ও শ্রেণীবদ্ধ কাঠামোকে গুরুত্ব দেয়া হয়। দেশটিতে ছুটির দিনেও কাজ অন্তর্ভুক্ত থাকে। এ কারণে কাজ ও ঘুমের ভারসাম্য বিঘ্নিত হয়।

এমন আরো সংবাদ

Back to top button