দেশহাইলাইটস

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি

ইলাস্ট্রেশন।মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি ছিল। বৃহস্পতিবারও ছুটি ঘোষণার ফলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button