অবশেষে রিয়েলমি ১২ এসেছে বর্ন ফর স্পিড থিমে
৬ অক্টোবর তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২ নিয়ে হাজির হয়েছে। বর্ন ফর স্পিড দর্শনের মাধ্যমে মিডিয়াম বাজেটের স্মার্টফোনের জগতে এটি এক নতুন মানদণ্ড স্থাপন করেছে । রিয়েলমি ১২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট যা মিড রঞ্জের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত । ফোনটিতে থাকছে ৫০ এমপি সনি এলওয়াইটি ৬০০ মূল ক্যামেরা, ৮জিবি + ৮জিবি ডায়নামিক র্যাম এবং ২৫৬জিবি রম, ৬৭ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেমটি সাথে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং উন্নত ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি এবং ফোনটি ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা স্মুদ অ্যামোলেড ডিসপ্লে প্রদর্শন করে ২০০০ নিট পিক ব্রাইটনেস।
এতে রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগত ফিচার। বর্তমান রিয়েলমি ১২ র্স্মাট ফোনটি বাংলাদেশের বাজারে ২৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।