ধর্মীয়

মালয়েশিয়ায় শুরু হয়েছে কুরআন প্রতিযোগিতা

আহমাদুল কবিরমালয়েশিয়ায় ৬৪ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৭১ টি দেশ অংশ গ্রহণ করেছে। ৫ আগষ্ট দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্টানিক উদ্বোধন করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্টানে বলেন কুরআনকে শুধু সবার মধ্যে মহিমান্বিত করবে না বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে।

আনোয়ার ইব্রাহিম আরোও বলেছেন মুসলিমদের ঐক্যের অর্থ বুঝতে হবে, বিভ্রান্তি ও বিভেদ এড়িয়ে চলতে হবে যা দেশের অর্থনীতির উন্নয়নের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার তান শ্রী জোহরি আব্দুল, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ নাঈম মোখতার এবং মুখ্য সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর।

আল ফালাহ পেমাকু মালয়েশিয়া মাদানী থিমযুক্ত  ৬৪ তম কুরআন প্রতিযোগিতায় ৭১টি দেশের ৯২ জন  প্রতিযোগি অংশ নিয়েছে। হিফজ বিভাগ ৩৯ জন ও তিলাওয়াত বিভাগে ৫৩ জন এই দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছে । আগামী ১২ অক্টোবর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুস্কোর বিতরন করবেন দেশটির  রাজা ইয়াং দি পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানী পেরমাইসুরি আগোং রাজা জারিথ সোফিয়াহ।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button