জেলার খবর
নীলফামারী কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
৬ অক্টোবর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা, আইন শৃংখলা নিশ্চিতকরণে সভা করেছে উপজেলা প্রশাসন। সভার প্রধান সভাপতি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক । সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মুনতাসির। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পতিরাম চন্দ্র প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মুনতাসির জানান শারদীয় দূর্গাপূজা উৎসবে সেনাবাহিনীর টহল টিম সার্বক্ষনিক মাঠে টহলসহ বিজিবি পুলিশের স্ট্রাইকিং, ভিডিপি’র সদস্য ও স্বেচ্ছাসেবক দল থাকবেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সকল ধরণের প্রস্তুতি প্রশাসনের আছে।