দেশ

শিশু একাডেমিক কার্যকর গঠনের আহ্বান

শিশুদের প্রতিভা বিকাশশিশুদের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক উন্নয়ন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে কার্যকর করতে কমিশন গঠনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শিশু সংগঠন কচি কন্ঠের আসর। বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির বিস্তারিত জানাতে এ আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক হেমায়েত হোসেন। ৫ অক্টোবর রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে শিশু কিশোরদের নিয়ে এ সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

হেমায়েত হোসেন বলেন ১৯৭৬ সালে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ব্যাপক কার্যকর ভুমিকা রাখতে পারলেও পরবর্তীতে সেটি ধরে রাখতে পেরেনি। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে শিশুদেরকে সম্পৃক্ত করতে হলে অবশ্যই শিশু একাডেমিকে পুন:জীবিত করতে হবে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল মো. কাইয়ুম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন দেশের প্রায় ৭০% শিশুই বৈষম্যের শিকার হচ্ছে ।

৩ অক্টোবর বৃহস্পতিবার বৈষম্যহীন শিশু অধিকার আদায়ের তাগিদ দিয়ে আন্তর্জাতিক শিশু সংগঠন কচি কন্ঠের আসর অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, জাতিসংঘের আঞ্চলিক অফিস, ইউনিসেফ ও আমেরিকার দূতাবাসে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে।  ওইদিনই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত শিশুদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button