তৃষ্ণার্ত গাজাবাসীর পাশে আবারো বাংলাদেশিরা
মিশর ফিলিস্তিন সীমান্ত রাফা বন্ধ হওয়ার পর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা আবারো এগিয়ে আসলো গাজাসীদের সহযোগিতায়। হামাসের বিরুদ্ধে ইসরাইল সামরিক আগ্রাসন চালানোর ফলে গাজার শত শত পানি ও স্যানিটেশন সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জায়োনিস্টদের হামলার শিকার হয়ে গাজার কেন্দ্রীয় অঞ্চল ছেড়ে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে খান ইউনিসের শরণার্থী শিবিরে।
এসব শরণার্থী শিবিরে হাজার হাজার ফিলিস্তিনির জন্য সুপেয় পানি সরবরাহ করতে এগিয়ে আসলো মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই সংস্থাটি দ্বারা ফিলিস্তিনের অসহায় মানুষের নিকট বাংলাদেশি ও প্রবাসীদের সহায়তা পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা।
সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম সাকিব জানান আমরা যুদ্ধ বিধ্বস্ত অসহায় গাজা বাসিদের নিকট মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি বিতরন করছি । গাজার একটি মানবিক সংস্থার সহায়তায় আমরা প্রতিদিন ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করি যা প্রায় চারশত এর অধিক পরিবারের কাছে বন্টন করা হয়। ইতিপূর্বে আমরা গাজার আভ্যন্তরীণ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগী এবং তাদের স্বজনদের নিকট প্রায় ৫ হাজার মানুষের কাছে খাবার সরবরাহ করেছি। অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সাহায্য সহযোগিতা চলমান থাকবে। আমরা আবারও খাদ্য বিতরন, গৃহহীনদের সাময়িক বাসস্থান, তাঁবু ও অস্থায়ী মসজিদ নির্মাণের কর্মসূচী হাতে নিচ্ছি।