হিরো অফ দি ডে

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা পেলেন বাংলাদেশি সবুর

ফাইল ছবি
ফাইল ছবি
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের ‘বিগ টিকিট’ লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি রাইডার আবুল মনসুর আব্দুল সবুর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। খবর খালিজ টাইমসের বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে খালিজ টাইমস জানায়, সবুর ও তার বন্ধুরা মিলে মোট পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি বিজয়ী টিকিট ছিল। টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর। লটারি কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি হতবাক হয়ে যান।

‘লটারির অর্থ দিয়ে কী করবেন’—এমন প্রশ্নে সবুর জানিয়েছেন, ওই অর্থ সবুর তার পরিবারের জন্য খরচ করবেন এবং একটি ব্যবসা শুরুর মধ্য দিয়ে তিনি তার স্বপ্নপূরণ করবেন।

যারা লটারির টিকিট ক্রয় করেন তাদের উদ্দেশে কিছু বলার জন্য অনুরোধ করলে সবুর বলেন, ‘আমি এখন এত আনন্দিত যে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। `৫০ বছর বয়সী আব্দুল সবুর বর্তমানে আমিরাতের আবুধাবি শহরে বসবাস করছেন। রাজমিস্ত্রির কাজ ছাড়াও ডেলিভারি রাইডার হিসেবেও অভিজ্ঞতা আছে তার। ২০০৭ সালে আমিরাতে যাওয়ার পর থেকে তিনি নিয়মিত র‍্যাফেল ড্রয়ের টিকিট সংগ্রহ করতেন।

এমন আরো সংবাদ

Back to top button