খেলাধুলা

নিজেকে যেন আবারো ছাড়িয়ে লিওনেল মেসি

নিজেকে যেন আবার ও ছাড়িয়ে গেলো সর্বকালের সেরা লিওনেল মেসি আরো একটি জয় আরো একটি শিরোপা। বিশ্বের সর্বোচ্চ শিরোপা জয়ী প্লেয়ারের রের্ডকটি রয়েছে অনেক আগে থেকে লিওনেল মেসির। তবে এবার প্রথমবার ইন্টার মায়ামির হয়ে বড় শিরোপা তুলে ফেললেন এই আর্জেন্টাইন সুপারস্টারের। ০৩ অক্টোবর আজ বাংলাদেশ ভোরে কলম্বাস ক্রুকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে এমএলএস সার্পোর্টাস শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। এটি ইতিহাসের প্রথম বার সাপোর্টারস শিল্ড শিরোপা জিতে নিল মায়ামি। এই শিরোপা জয়ে জোড়া গোল করে সবচেয়ে বড় অবদান রেখেছেন সর্বকালের সেরা মেসি নিজেই এবং অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ। মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকেও ভুলে গেলে চলবে না। ম্যাচের শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে লিড ধরে রাখেন তিনি ও।

এমএলসে দুটি মূল ট্রফির ট্রফির একটি সাপোর্টারস শিল্ড। অপরটি হলো এমএলএস কাপ। মৌসুমের ৩৪ ম্যাচজুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় সাপোর্টারস শিল্ড। এখনো দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জয় পেলে এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে মায়ামি।

চলতি মৌসুমে মায়ামির ধারাবাহিক পারফরম্যান্সের মূল কারণ মেসি ও সুয়ারেজ জুটি। লিগে দুজনের কাছ থেকে এসেছে মায়ামির মোট ৭২টি গোলের ৩৫টিই।চোটের কারণে মায়ামির হয়ে অনেক ম্যাচ মিস করলেও লিগে মেসির গোল এখন ১৭টি গোলে সহায়তা করেছেন আরও ১৫টিতে। সুয়ারেজের গোল ১৮টি। ক্যারিয়ারে ৪৬ তম শিরোপা জেতা মেসির চোখ এখন এমএলএস কাপের দিকে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলছেন প্রথম উদ্দেশ্য অর্জন হয়েছে এখন আমাদের সামনে কি আছে তা নিয়ে ভাবতে হবে।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button