প্রযুক্তি

বাংলাদেশে এখন অপো এ৩

ডিওরেবিলিটি চ্যাম্পিয়ন

Afsara Tasnimঅপো এ৩ ডিওরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে। স্মার্টফোন দৈনন্দিন জীবনের নানা বাধা বিপত্তি এড়াতে পারবে সহজেই। স্মার্টফোনটিতে পানির ফোঁটা এবং পড়ে যাওয়ার মতো সমস্যা দূর করার জন্য মজুবত গঠনের মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স এবং বিশেষ ওয়াটার রেজিস্টেন্স ফিচার।

অপো এ৩ এর দীর্ঘস্থায়ি ব্যাটারি ও নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা স্থায়িত্ব এবং ৪৫ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ টেকনোলজিসহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি, ১,০০০ নিটসের পিক আল্ট্রা ব্রাইটনেস এর ফলে সূর্যের আলোতেও স্ক্রিন ভালোভাবে দেখা যাবে এছাড়া বিশেষ বিকনলিঙ্ক ফিচার থাকায় মোবাইল সিগন্যাল ছাড়াই ভয়েস কল করা যায় এই ফোনে ।

অপো এ৩ বাংলাদেশের অনুমোদিত অপো স্টোরগুলিতে ২০,৯৯০ টাকার আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। ৩ থেকে ৫ই অক্টোবর পর্যন্ত অপো এ৩ কিনলে গ্রাহকরা ২ বছরের ওয়ারেন্টি, একটি স্টাইলিশ ফ্যান জার্সি এবং জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে এক্সক্লুসিভ মেম্বার রিওয়ার্ড পাবেন।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন অপো এথ্রি এর মাধ্যমে আমরা ফোনের উন্নত বিল্ড কোয়ালিটি নিশ্চিত করতে চাই। আমাদের ডিভাইসের মজবুত গঠন ও উন্নত পারফরমেন্স   ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতার মান বাড়িয়ে তুলবে।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button