চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব
চ্যাম্পিয়ন্স লিগে বড় দল গুলোর যেন গোল উৎসবের রাত ছিল আজ । এক অন্য রকম ছন্দে খেলেছেন তাঁরা। আর ছন্দে থাকা দল গুলো হচ্ছে বার্সেলোনা, ডর্টমুন্ড, ইন্তার মিলার ও ম্যানচেস্টার সিটি। তবে এরমধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রে বার্সেলোনা,কারণ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর সাথে বড় ব্যবধানে হেরেছে বার্সা।
প্রথম ম্যাচ হারলেও আজ রাতে দ্বিতীয় ম্যাচে ইনাং বয়েজের বিপক্ষে ঠিকই ৫ গোলের বড় জয় তুলে নিয়েছে বার্সা। এটি হান্সি ফ্লিকের অধীনে বড় জয়। ইয়াং বয়েজের বিপক্ষে ৫ গোলের মধ্যে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি এবং একটি করে গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেজ। ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ায় ইয়াং বয়েজ।
শেষ দিকে সান্ত্বনা হিসেবে একটি গোল শোধ করে ইয়াং বয়েজ। কিন্তু সে গোলটি অফসাইটের কারণে বাতিল হয়ে যায়। আগামী ২৩ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।