দুর্গাপূজার পোশাক নিয়ে হাজির বিশ্বরঙ
বাঙালির জীবনে দুর্গোৎসবের আনন্দকে আরও রাঙিয়ে দিতে ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ নতুন সংযোজন নিয়ে এসেছে। দীর্ঘ ২৯ বছর ধরে বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুন শৈলীতে প্রতিনিয়ত, সেই ধারাবাহিকতা বিশ্বরঙ দুর্গাপূজা ২০২৪ এর পোশাক অলংকরনের অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে দুর্গা প্রতিমার প্রতিকৃতি, প্রকৃতির নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে দুর্গা মোটিফ, মন্ত্র ইত্যাদি।
উপস্থাপন করা হয়েছে শাড়ী, পাঞ্জাবী, ধুতী, থ্রিপিস, ফতুয়া, শার্র্ট, ইত্যাদির মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। বরাবরের মত মণমাতানো সব বাহারী ডিজাইনের কালেকশনই থাকছে বিশ্বরঙ এর দুর্গাপূজা ২০২৪ সংকলনে। দুর্গাপূজার পোশাক সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব কটন কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন সহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড়তো থাকছেই।
পোশাক গুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রঙের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি। দশমীর দিন পর্যন্ত ব্র্যান্ডটির সকল শোরুমে এবং অনলাইনে দুর্গাপূজা ২০২৪ সংকলনের পোশাক প্রদর্শনী চলবে।