প্রযুক্তি

স্পিড ডোমিনেটর রিয়েলমি ১২ আসছে বাংলাদেশে

রিয়েলমিজনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ব্র্যান্ডটি শীঘ্রই বাজারে নিয়ে আসছে রিয়েলমি ১২ বর্ন  ফর স্পিড। এটি এমন একটি ডিভাইস যাতে রয়েছে স্পিড, পাওয়ার ও পারফরম্যান্সের অনন্যএক সংমিশ্রণ। এজন্য রিয়েলমি স্মার্টফোনপ্রেমীদের কাছে এই ডিভাইসটিকে স্পিড  ডোমিনেটর হিসেবে পরিচিত করাচ্ছে।

ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। এছাড়া রয়েছে  ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমও, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ওআইএস সমৃদ্ধ ৫০এমপি সনি এলওয়াইটি ৬০০ ক্যামেরা,১৬জিবি র‍্যামের সাথে ২৫৬ জিবি বিশাল স্টোরেজ।

রিয়েলমি ১২ স্মার্টফোনটিতে বাড়তি র‍্যাম রুপান্তর করার সুযোগ রয়েছে । ফলে এটি নিবির্ঘ্ন মাল্টিটাস্কিং স্মুদ গেমিং এবং চাহিদাসম্পন্ন অ্যাপ্লিকেশ্নগুলো জন্য সর্বাধিক পারফরম্যান্স নিশ্চিত করে।  আগামী ০৬ অক্টোবর ২০২৪ তারিখে রিয়েলমি ১২ ডিভাইসটি বাংলাদেশে নিয়ে আসতে  পেরে উচ্ছ্বসিত তরুণদের এই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button