জেলার খবর

বগুড়ায় নারী উদ্যোক্তাদের মৌলিক আর্থ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

BOGRA NEWS (1) joyeta 01.10.2024 বগুড়ায় নারী উদ্যোক্তাদের জন্য দশ দিনের মৌলিক আর্থ ব্যবস্থাপনা বিষয়ক জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের আওতায় বগুড়া শহরের জহুরুল নগরে প্রশিক্ষণ শুরু করেছে স্কিলগুরু টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন জয়িতা ফাউন্ডেশনের লিড ট্রেইনার মোঃ হাফিজুর রহমান। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন টিটিসি বগুড়ার সিনয়র ইন্সট্রাক্টর মোঃ আমির হোসেন এবং স্কিলগুরু টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামাল শাহীন।

এই প্রশিক্ষণে একজন দক্ষ নারী উদ্যোক্তা হতে করনীয় পণ্য ব্যবস্থাপনা, তৈরী ও বিপনণ, আর্থ ব্যবস্থাপনা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নতুন পণ্য উদ্ভাবন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের জয়িতা ফাউন্ডেশনের সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে বগুড়ার শহরের বিভিন্ন এলাকার ৩০ জন নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারিরা জানান,বগুড়ায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন ধরণের প্রশিক্ষণ খুব কম হয়। এই প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী আর্থিকভাবে লাভবান ও তার ব্যবসার পরিধি আরো বৃদ্ধি করতে পারবেন।

সম্পাদনা
মুঈন তাজদীদ
সংবাদ উৎস
এইচ আলিম

এমন আরো সংবাদ

Back to top button