ফাইনালে আর একটি স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
বাংলাদেশ ফুটবল অনূর্ধ্ব ১৭ দল সেমিফাইনালে এক নাটকীয় খেলার মধ্য দিয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের মঞ্চে উঠেন। কিন্তু সেমির মতো সেই রোমাঞ্চকর পারফরম্যান্স করেতে পারেনি কোচ সাইফুল বারীর দল। অবশেষে আবারও ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে থিম্পুতে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশকে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।
এই ভারতের কাছে গ্রুপ পর্বের ম্যাচ হেরেই সাফের অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল। আর গ্রুফ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার একটা দারুন সু্যোগ পেলেও তা কাজে লাগাতে পারলোনা বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে কর্নার থেকে আসা বল বক্সের পৌঁছালে হেড করে ভারতকে লিড দেন মোহাম্মদ কাইফ। অনেকবার ভারতের মিডফিল্ডারদের পরাস্ত করলেও ভারতের গোলকিপার সুরুজ সিং আহেইবাম পরাস্ত করতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বাংলাদেশের ফরোয়ার্ডদের গোলে শর্ট নেওয়ার দুর্বলতা প্রকটভাবে চোখে পড়েছে।
আর ঠিক খেলার প্রায় শেষ সময়ে ৯০+৪ মিনিটে ভারতের মোহাম্মদ আরবাশ বক্সের মাথা থেকে বাংলাদেশের গোলকিপার নাহিদুল ইসলামকে পরাস্ত করেন। ভারত অনূর্ধ্ব ১৭ দল গত সাফ আসরেও শিরোপা জিতেছিল।