নির্বাচনহাইলাইটস

ভোটার তালিকা হালনাগাদের লিগ্যাল অথরিটি নেই আমার : ইসি সচিব

শফিউল আজিম
শফিউল আজিম

ভোটার তালিকা হালনাগাদের লিগ্যাল অথরিটি নিজের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। হালনাগাদের এ কাজ করতে কমিশনের অনুমোদন লাগবে। সুতরাং আইন অনুযায়ী এ সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে বলে জানান সচিব। বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলোই করছেন ইসি সচিব শফিউল আজিম। আইন অনুযায়ী, কমিশনের অনুমোদনক্রমে প্রতি বছর ২ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশের বিধান রয়েছে। এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ২০০৯ সালের ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে এ কার্যক্রম শুরু হবে। সে সময়টা এখনও আসেনি। আমাদের রুটিন আছে ২ জানুয়ারি থেকে করা। এখন প্রতিদিনের হালনাগাদ করছি। সচিব বলেন, হালনাগাদ কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া কমিশনের কাজ। সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত কমিশন নেবে। এখন তো আইনে আমার লিগ্যাল অথরিটি নেই।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সেই সময় শেষ হবে আগামী ৪ নভেম্বর।

এমন আরো সংবাদ

Back to top button