ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বর্তমানে সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। এ তথ্য জানিয়েছেন প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিশেষ পর্যালোচনা সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট, প্রকল্পের কার্যক্রম ও নির্মাণ কাজের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করে এ তথ্য জানান তিনি। গত শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয় পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিবাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসানের সভাপতিত্বে একটি দল। প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও নির্মাণ কাজের বিষয়ে বিশেষ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার জানান, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ হলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইইর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক হতে ঋণের কিস্তি ছাড় বন্ধ থাকায় হাতিরঝিল এলাকায় প্রকল্পের কাজ সীমিত পরিসরে চলমান। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিশেষ অতিথি পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. হাফিজুর রহমান এবং জনাব সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না উপস্থিত ছিলেন।