দেশহাইলাইটস

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি ৭৫ শতাংশ

এলিভেটেড এক্সপ্রেসওয়েঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বর্তমানে সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। এ তথ্য জানিয়েছেন প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিশেষ পর্যালোচনা সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট, প্রকল্পের কার্যক্রম ও নির্মাণ কাজের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করে এ তথ্য জানান তিনি। গত শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয় পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিবাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসানের সভাপতিত্বে একটি দল। প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও নির্মাণ কাজের বিষয়ে বিশেষ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার জানান, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ হলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইইর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় এ প্রকল্পে চাইনিজ দুটি ব্যাংক হতে ঋণের কিস্তি ছাড় বন্ধ থাকায় হাতিরঝিল এলাকায় প্রকল্পের কাজ সীমিত পরিসরে চলমান। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিশেষ অতিথি পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. হাফিজুর রহমান  এবং জনাব সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button