এন্টারটেইনমেন্ট
ভারতে মুক্তি পাচ্ছে না মওলা জাট
পাকিস্তানি সিনেমা ‘মওলা জাট’ মুক্তির কথা হয়েছিল ভারতে। কিন্তু সিনেমাটি মুক্তি পাচ্ছে না। ভারতের নানা মহল থেকে এর মুক্তি নিয়ে আপত্তি আসে। তাদের মূল অভিযোগ, ভারতের সেনারা যখন দেশ রক্ষায় মারা পড়ছে তখন পাকিস্তানের মতো শত্রু দেশের সিনেমা ভারতে মুক্তি দেয়া যেতে পারে না। অবশেষে এর মুক্তি বাতিলই করা হলো।