খেলাধুলা

টেস্টে ভারতের দ্রুততম শতকের রেকর্ড

বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি : এএফপিবাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি : এএফপি
বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি : এএফপি

কানপুরে রীতিমত ব্যাট হাতে ঝড় তুলেছে ভারত। দারুণ শুরুর পর রোহিত ফিরলেও রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। গিলকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন এই ব্যাটার। দ্রুততম ফিফটির পর দ্রুততম দলীয় শতক পূরণ করে ভারত। এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন জয়সওয়াল।

ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে ফেরালেন মিরাজ

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রান তাড়ায় নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার মিলে মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ৫৫ রান। তবে, ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে ফিরিয়ে কিছুটা স্বস্তি দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের লো হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন রোহিত। ১১ বলে খেলেন ২৩ রানের ঝড়ো ইনিংস।

ব্যাট হাতে উড়ন্ত শুরু ভারতের

লক্ষ্য ২৩৩ রান। সাদা পোশাকে এই সংগ্রহ খুব বেশি নয়। সেই সংগ্রহ ছুঁতে রীতিমত ঝড়ো ব্যাটিং করছেন ভারতীয় ওপেনাররা। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল মিলে মাত্র ৩ ওভারেই স্কোরবোর্ডে তুলেছেন ৫০ রান। যা রীতিমত অবিশ্বাস্য। এর মাধ্যমে টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটির বিশ্বরেকর্ড গড়ল স্বাগতিকরা।

লাঞ্চের পরই অলআউট  বাংলাদেশ

বাকি ব্যাটাররা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৯৪ বলে ১০৭ রান করেছেন মুমিনুল হক। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

এমন আরো সংবাদ

Back to top button