রক্ষণাবেক্ষণের জন্য কাল থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এসময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রানওয়ের রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এসময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমান বন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, কাল থেকে বিমান বন্দর এলাকা, স্কলাষ্টিকা স্কুল ক্যাম্পাস উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণলয়। ওই এলাকায় হর্ণ বাজানো নিষেধ। হর্ণ বাজালে কারাদন্ড অথবা জরিমানা করা হবে বলেও এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।