প্রবাস

বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেফতার মালয়েশিয়ার পাহাং রাজ্যে

malaysia newsমালয়েশিয়ায় লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯১ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৫ সেপ্টেম্বর অভিবাসন বিভাগ একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ানতানের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

২৭ সেপ্টেম্বর রাজ্যের অভিবাসন  বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পাহাং রাজ্যের জনশক্তি বিভাগের সহযোগিতায় পাহাং স্টেট জিআইএম এবং পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের এটিপসম এবং এএমএলএ প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে  অভিযান চালানো হয়।

গেফতারকৃতদের মধ্যে চীনের ৪৩, পাকিস্তানের ২১, বাংলাদেশ ১৯, ইন্দোনেশিয়া ১, চীনের ৫ নারী এবং মিয়ানমারের ২ নারী রয়েছেন। যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন পরিচালক।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button