অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স ৮এ এবার বাজারে এলো
অনার বাংলাদেশের বাজারে নতুন ডিভাইস অনার প্যাড এক্স৮এ নিয়ে এসেছে। ট্যাবলেটটি রয়েছে ইমারসিভ ডিসপ্লে, শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ও অসাধারণ সাউন্ড সিস্টেম এবং নিখুঁত সাবলীল ইউজার এক্সপেরিয়েন্স। অনার প্যাড এক্স ৮এ সহজ বহনযোগ্য, স্লিম এবং স্টাইলিশ ডিজাইন। অনার প্যাড এক্স৮এ এর দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি দারাজ অনলাইন শপিংয়ে পাওয়া যাচ্ছে তবে দারাজ ফ্ল্যাশ সেল অফারে ক্রেতাদের জন্য ডিভাইসটির অফার মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৬৫৯ টাকা। ক্রেতারা দারাজ ভাউচার ব্যবহার করে এই অফার নিতে পারবেন।
অনার প্যাড এক্স৮এ তে রয়েছে চমকপ্রদ ওয়াইড অ্যাঙ্গেল এবং চারগুণ চোখ-সুরক্ষা সুবিধা।
ডিভাইসটির ওজন মাত্র ৪৯৫ গ্রাম,পুরুত্ব মাত্র ৭.২৫ মিমি,র্যাম রম ৪জিবি+৬৪জিবি, ১১ ইঞ্চির ডিসপ্লে ,৯০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, এবং ৮৩০০এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া অনার প্যাড এক্স৮এ ডিভাইসটিতে শিশুদের জন্য থাকছে বিশেষ কিডস এডিশন। শিশুপ্রুফ ট্যাবলেটটি খাদ্য-গ্রেড সিলিকোন দিয়ে তৈরি, যা ছোট শিশুদের ক্ষতিকর কণার সংস্পর্শ থেকে রক্ষা করবে। মা-বাবাদের পূর্ণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিচ্ছেন অনার প্যাড এক্স৮ এ ডিভাইসটি।