মালয়েশিয়ার জোহর রাজ্যে হাইকমিশনের মোবাইল কন্স্যুলার সেবা প্রদান
বাংলাদেশ হাইকমিশন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্যোগে জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউস হতে দুই দিন ব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। এ সময়ে জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।
মোবাইল কনস্যুলার সেবা প্রদানের সময় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর কন্স্যুলার সেবা প্রদান কালে অগ্রণী রেমিটেন্স হাউস এর সিইওসহ সকলকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।এছাড়াও, সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় জোহর বাহারুস্থ বাংলাদেশি সকল সেবা-প্রার্থী এবং কম্যুনিটি সদস্যদের।