খেলাধুলা

অসম্ভব ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে বাংলাদেশ

ফুটবলে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল। ২৮ সেপ্টেম্বর  শনিবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ৯০ মিনিট এক নাটকীয় অধ্যায়ের পর শুরু হয় টাইব্রেকার। আর এই শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেই পাকিস্তানকে ৮-৭ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচের ৩২ মিনিটেই শাহাব আহমেদ গোলে এগিয়ে যায় পাকিস্তান ,এরপর ৬০ মিনিটে পেনাল্টিতে গোল করেন আব্দুল রেহমান। অতপর ২-০ গোলে এগিয়ে থাকে পাকিস্তান। অপরদিকে দুই গোল হজম করার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আর ঠিক ৭৫ মিনিটে বক্সের ভেতর থেকে সাইড ভলিতে জালে বল জড়ান ফরোয়ার্ড মিঠু চৌধুরি। এরপর খেলার একদম শেষ মুহুর্তে ৯০+৪ মিনিটে বাংলাদেশকে সমতা ফেরান মানিক।  ভুটানের থিম্পুতে আগামী সোমবার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সাথে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button