
ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়ান্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামীতে ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। ওয়ানডে ক্রিকেট নিয়ে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন।
সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন । তবে আন্তর্জাতিক টেস্ট ও টি টোয়ান্টি ছাড়লেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দেখা যাবে সাকিব আল হাসানকে।
সাকিব বলেছেন আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। এভাবেই ফারুক ভাইয়ে সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুরে টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করেছেন কিভাবে সুন্দরভাবে আলোচনা করা যায়।