বার্সা কোচ ইয়ামালের সুরক্ষা চান রেফারির কাছে
এই মৌসুমে বার্সেলোনার হয়ে প্রতিটা ম্যাচেই শুরুর একাদশে খেলছেন লামিন ইয়ামাল। সব মিলিয়ে চলতি মৌসুমে ইয়ামাল বার্সেলোনার জার্সিতে ৭০৭ মিনিট খেলে ফেলেছেন যা গড় হিসাবে ৮৯ মিনিট। মাত্র ১৭ বছর বয়সে একজন ফুটবলারের জন্য বড় ধরনের ঝুকিই বলা যায়।
শেষ বার্সেলোনা গেতাফকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছেন। কিন্তু জয় ছাপিয়ে এদিন মুল আলোচনায় ছিলেন লামিন ইয়ামালের চোট। সাত ম্যাচের পাঁচটিতেই ইয়ামাল খেলেছেন পুরো নম্বই মিনিট। যদিও এনিয়ে চিন্তার কিছু নেই বলেই ম্যাচ শেষে নিশ্চিত করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। তবে ইয়ামালের মতো ফুটবলারদের বড় ধরণের চোট থেকে বাচাঁতে রেফারিদের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
কোচ ফ্লিক বলছেন ম্যাচে হরহামেশাই বাজে ট্যাকেলের শিকার হতে হচ্ছে ইয়ামালকে। তিনি আরও জানান, সে মাঠে এমন কিছু করে যা স্টেডিয়ামের মানুষজন দেখতে পছন্দ করে, মাঠে থাকলে তা বোঝা যায়। এটাই তার খেলার ধরণ। আর আমার মনে হয় সব ফুটবলারদেরই রক্ষা করতে হবে রেফারিদের, সে জন্যই তারা মাঠে ত থাকেন। আশা করছি তাঁরা সেটা করবেন।