খেলাধুলা

বিস্ময় বালক ইয়ামাল তার বাবাকে ম্যারাডোনার কথা মনে করিয়ে দিচ্ছেন

মুঈন তাজদীদনতুন মৌসুমে বার্সার জার্সিতে আলো ছড়াচ্ছেন ইয়ামাল। এর মধ্যে ভেঙেছেন ছোট বড় বেশ কিছু রেকর্ডও। মাত্র ১৭ বছর বয়সে পায়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন এই উইঙ্গার। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়েও দারুণ ভূমিকা ছিল তাঁর। প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন ইয়ামাল। ফলে মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে বেশ কয়েক মাস যাবৎ।

তবে এবার মেসি নন, ইয়ামালের মধ্যে আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছায়া দেখার কথা বলেছেন তাঁর বাবা মৌনির নাসরাউয়ি। ইনস্টাগ্রামে ইয়ামালের ছবি দিয়ে নাসরাউয়ি লিখেছেন, দারুণ ছেলে, তুমি আমাকে কিংবদন্তি আরমান্দো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েছ।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button