পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত খোরশেদ আলম
পেশাদার কূটনীতিক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।২৫ সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০ তম ব্যাচের একজন কূটনীতিক। ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন তিনি। ২০২০ সালের অক্টোবরে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগদানের আগে, তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত উন্নয়ন কোর্স বা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন। ব্যাক্তিজীবনে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেগুফতা দিলশাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।